মনের মতো আয়না

হৈমন্তী তালুকদার | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

তুমি চেয়েছো এক আকাশ নীল রঙে রঙিন শরৎ সুন্দর
আমি চেয়েছি গোধূলির আকাশে ছেয়ে থাকবে রক্তিম লাল রাঙা সুন্দর
তুমি বললে নীল, আমি বললাম লাল
আজ আমি শুধু নীল রঙেই বেসেছি ভালো,
কতোদিন হয় না বলো লালরঙের সাথে সখ্যতা
আজ কেন জানি বড্ড ইচ্ছে হয় গোধূলির লাল রঙের মতো রাঙিয়ে নিতে নিজেকে,
একমুঠো সুযোগ দিবে? একবার নিজের মতো রাঙিয়ে নিবো আবার।
তুমি না করোনি কখনো
কিন্তু তোমার কাছে সবসময়ই অজুহাতের পসরায়
আমি নিজেকে বারবার গুটিয়ে নিয়েছি নিঃশব্দ হতাশায়।
হেরে গিয়েও একধরনের নীরব সুখ পাওয়া যায়,
জানো? তবে কোনদিন তুমিও হেরে দেখো!
এক বুক অভিমান নিমিষেই ছুঁড়ে দিবো ঐ নীল আকাশটাতে,
সেদিন আকাশটা আমার মতো করেই সাজবে,
ইচ্ছে মতো গাঁয়ের বধূর মতো সহজ-সরল কাঁচা সাজে,
তবুও নিজের মতোই সুন্দর হবো মনের আয়নাতে।
তোমার দেয়া লাল-সাদা শাড়িটা পরবো সেদিন,
মনে আছে? গতবছর হঠাৎ একদিন নিয়ে এসেছিলে?
একগুচ্ছ কাচের চুড়ির ছনছন মন জুড়ানো শব্দে
কতোদিন হয়না বলোতো নিজের মতো সাজা,
গলায় পুতির সাদা মালায়, হালকা কাজল টেনে
তোমার দেয়া অভস্ত্য সাজে বদলে নিবো নিজেকে আবার,
কিছু দিন না হয়, আমার পছন্দসই রঙেই তুমি দেখো আমায়,
পয়সার এপিঠ ওপিঠ দুটোই থাকলো জীবনে
তুমি বলেছিলে ভালোবাসা!
আমি বলেছি ভালোথাকা,
আমরা বলেছি ভালোরাখা।
নিজেকে নিজের মতোই মাঝেমাঝে ভালো রাখাটা শিখে নিতে হয়।
তবেই তা ভালোবাসা হয়ে রয়।
আয়নায় নিজেকেও ভালোবাসা দিতে হয়।
মনের আয়নায় কতোদিন নিজেকে দেখা হয় না,
আজ মনের মতো আয়নায় নিজেকে দেখতে চাই।
নীল রঙ মুছে লাল রঙে রাঙিয়ে নিয়ে নিজেকে।

পূর্ববর্তী নিবন্ধকবি জিললুর রহমান কবিতার ভাবকেন্দ্রে পূর্ণকুম্ভ মৃদুল পুরুষ
পরবর্তী নিবন্ধকাল আজকাল