‘মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ জীবনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ’

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ড্যানিস রেড ক্রসের সহযোগিতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটে মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ আন্দরকিল্লাস্থ যুব কার্যালয়ে দুই ব্যাচে চার দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম। আরো উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান, মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন সাইদুল ইসলাম, পৃথ্বিরাজ বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মো. সুমন। প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ জীবনে প্রতিফলন করার মাধ্যমে মানুষের উন্নত জীবন গড়ে তুলতে পারবে। প্রশিক্ষণটির মাধ্যমে স্বেচ্ছাসেবকরা দূর্যোগকালীন সময়ে মানুষকে মানসিক শান্তি প্রদান করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাল্য বিয়ে বন্ধে মমতার এডভোকেসি সভা
পরবর্তী নিবন্ধবান্দরবানে পথচারীদের মাস্ক বিতরণ