বাল্য বিয়ে বন্ধে মমতার এডভোকেসি সভা

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:৩২ পূর্বাহ্ণ

সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহায়তায় মমতা পরিচালিত ‘নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা’ প্রকল্পের উদ্যোগে সম্প্রতি প্রকল্প আওতাধীন এলাকা তথা হালিশহরস্থ আনন্দবাজারে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে শিশুদের প্রতি যৌন নির্যাতন বন্ধ এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ কঠোরভাবে প্রয়োগের দাবি জানানো হয়। সভায় মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য এবং স্থানীয় মহল্লা কমিটির সদস্যগণ সহ মমতার কর্মকর্তা এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ধর্মীয় প্রতিনিধিগণ শিশুর সুরক্ষা এবং বাল্য বিবাহে সদা তৎপর আছেন বলে জানান। সভায় বক্তারা আরও বলেন, সামাজিকভাবে সকলে সচেতন হলে যৌন নির্যাতন,নিপীড়ন কিংবা বাল্য বিবাহের মতো অপরাধগুলো বন্ধ হবে।
মমতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪টি ওয়ার্ডে নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় নগরীর ১৮ টি বস্তি ও ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নির্যাতন থেকে শিশুদের সুরক্ষার জন্য জনসচেতনতা তৈরির লক্ষ্যে, মমতা শিশুদের ও পিতামাতাদের সাথে বিভিন্ন ইস্যু যেমন,শিশু অধিকার, শিশু সুরক্ষা লিঙ্গ ভিত্তিক যৌন নির্যাতন ইত্যাদি বিষয়ে ওরিয়েন্টেশন, পিতামাতা/ শিক্ষকদের জন্য ইতিবাচক নিয়মানুবর্তিতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব রাউজান শমসের পাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধ‘মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ জীবনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ’