মনবাড়ি

জেসমীন জেসী | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:৪০ পূর্বাহ্ণ

ঢোলকলমি পোকা; লাল-কমলা-হলুদ-কালো ফোটার আলো মিশ্রিত পোকা, ছিপি এঁটে বোতলে বন্দি জোনাকির জ্বলা, আঙিনার কোণে পাতাবাহারের জোড়া পাতায় টুনটুনির বাসা পাহারা,পুকুরে ছিপ ফেলে মাছ ধরার শৈশব, আহাঃ শৈশবের দুরন্তপনা!
বইবুকে পথচলা কৈশোর,চোখে টানা কাজল; লুকিয়ে প্রেমপত্র পাঠ, কারও আড়চোখের চাহনিতে রাখা চোখ,খিলখিল হাসা,স্বপ্নে ভাসার কৈশোর; আহাঃ শিহরিত কৈশোরকাল!
সাদা এপ্রোন গায়ে মহাবিদ্যাপীঠে ছোটা, গ্যালারিতে পেছনে বসা, কিছু বন্ধুর প্রঙি দেয়া, জুতো হাতে পালিয়ে আসা, সারাদিন ক্যাম্পাসের চৌপ্রান্তে ঘুরা, ফটকের কাছের বড়বৃক্ষের ডালে ঝুলা নীল- বেগুনী অর্কিডে ভালোবাসার চোখ রাখা, কদমের ফুলে নাক ডুবানোর তারুণ্য; আহাঃ চঞ্চলতার তারুণ্য! উদ্দীপনার তারুণ্য! বড় হওয়া শরীর- মন; স্থিরতা,সময়ের সাথে নিরুত্তাপের সন্দীপণ। থামেনা তবুও মনবাড়ির আলাপন। শিকলের নট দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, মনের সাথে সময়ের বাড়ে প্রতিযোগিতা, বাড়ে প্রতিদ্বন্দ্বিতা। চলছে; চলুক অসম এই লড়াই। ভালোবাসার গাড়ি, মনের বাড়ি, সময়ের সুর এক বিন্দুতে না কভু ছোঁয়। সুখে সুখে ভাসছে কেউ, দুঃখের গান গাইছে কেউ; ছুটছে সবাই তালে-বেতালে, মিথ্যা হাসি ঝুলছে ঠোঁটে ; সত্যের রণে ঝাঁপিয়ে পড়ছে কেউ আবার। তবুও ভালো থাকা চাই, হাসি অমলিন, সুখ সীমাহীন ভাবনায় থাক, তোমার আমার দূরত্ব.. যোজনে যেন না হারায়।

পূর্ববর্তী নিবন্ধআত্মোপলব্ধি
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে