মধু মাসের পদ্য

আবু মুসা চৌধুরী | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

পাখি ডাকা ছায়া ঢাকা
গ্রামখানি,
সবুজের মায়া ঢের
সুধাদানি।
বৈশাখে ওই শাখে
আম ঝোলে,
কিছু কিছু পাকা লিচু
গাছে দোলে।
মধু মাসে সুখ ভাসে
ফলে-ফলে,
কতো পাখি ডাকাডাকি
দলে দলে।
পোড়ে ধরা এই কড়া
রোদ-বানে,
বট-ছায় মৃদু বায়
কাছে টানে।

পূর্ববর্তী নিবন্ধআগুনমুখো ডাইনি
পরবর্তী নিবন্ধ২৭নং আগ্রাবাদ ওয়ার্ডে গৃহ নির্মাণে নগদ অর্থ প্রদান