আগুনমুখো ডাইনি

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

সরল ছিল
সাঁঝের আকাশ হাওয়ায় ছিল দোলা,
মনের ভেতর মন যে ছিল মন তো আপনভোলা।

আপন আলোয়
হঠাৎ একি বিপর্যয়ের তোড়!
শান্ত মনের হায় দুমড়ে মুচড়ে ভাঙে দোর।

রাতের প্রথম
প্রহর শেষে ওত্‌ পেতে সেই থাকা-
আগুন মুখো ডাইনি দিলো অমনি মরণ ঝাঁকা!

দগ্‌ দগে লাল
দৈত্য-আগুন লকলকে হা তার,
ক্রমান্বয়ে দেয় করে দেয় সব কিছু ছারখার।

জীবন পোড়ে
হায় নিমিষে রয় না বাকি শেষ,
সীতাকুণ্ড দগ্ধ তো হয় তপ্ত পরিবেশ।

শীতলপুরের
চিত্র এখন নিকষ পোড়া-তলী,
ছড়িয়ে পড়ে শোকের মৌন মিছিল অলি গলি।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি শুধুই ঝরে
পরবর্তী নিবন্ধমধু মাসের পদ্য