মতভিন্নতা থাকলেও তা যেন ব্যক্তিস্বার্থকেন্দ্রিক না হয়

মুজিবনগর দিবসের আলোচনা সভায় নাছির

| সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বাধীন বাংলা সরকারের শপথ গ্রহণের দিনটি ছিল মহান মুক্তিযুদ্ধের ভিত্তি সোপান।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস পালনোপলক্ষে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন বলেন, মুজিবনগর সরকার দিবসটি স্বাধীন বাঙালি জাতিসত্তার অভ্যুদয়ের পেছনে এটি সুসংগঠিত ও আইনসিদ্ধ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঐতিহাসিক মাইলফলক। তিনি আরও বলেন, আমাদের মধ্যে মত ভিন্নতা থাকতেই পারে, তবে তাতে যেন ব্যক্তি স্বার্থকেন্দ্রিক ও অনৈতিক উচ্চাভিলাসী আচরণের বহিঃপ্রকাশ না ঘটে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অতীতেও প্রমাণ করেছে এখনো করছে এবং আগামীতেও করবে আমরা ঐক্যবদ্ধ। নগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, দিদারুল আলম চৌধুরী, জালাল উদ্দীন ইকবাল, সৈয়দ আমিনুল হক, ফিরোজ আহমদ, অধ্যাপক আসলাম হোসেন, রেজাউল করিম কায়সার, আবুল হাসেম বাবুল, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আশরাফুল আলম, সেলিমুর রহমান। উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা, এড. সুনীল কুমার সরকার, সফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আব্দুল আহাদ, আবু তাহের, শহিদুল আলম, আবুল মনছুর, পেয়ার মোহাম্মদ, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, এড. কামাল উদ্দীন আহমেদ, অমল মিত্র, আব্দুল লতিফ টিপু, রোটারিয়ান ইলিয়াছ, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমেদ প্রমুখ। সভার প্রারম্ভে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা, সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং করোণাকালীন সময়ে মহানগর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধদেড় মাস বন্ধের পর জমি নামজারির আপিল, রিভিউ, শুনানি ফের সচল