ভ্যারাইটিজ ইউনানি দাওয়াখানার আড়ালে ভেজাল ওষুধ বিক্রি

বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ, লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ারের দোতলায় ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, বিএসটিআই এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর। এসময় দোকানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ সেক্সুয়াল ট্যাবলেট, ডায়াবেটিস রোগের ওষুধ, পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধসহ বিভিন্ন প্রকার মলম ও ব্যথানাশক তেল জব্দ করা হয়। এসকল ওষুধের গায়ে ভ্যারাইটিস ইউনানী নামক দোকানের লেবেল লাগানো ছিল। অভিযানকালে উপস্থিত ব্যবস্থাপক এসকল ওষুধ তৈরির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করে দোকানটিতে মধু বিক্রি করতে দেখা যায়। এক পর্যায়ে দোকানটি থেকে প্রায় দুই লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। পাশাপাশি দোকানের ম্যানেজারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ভিআইপি টাওয়ারের পর নগরীর জিইসি মোড়ের কিউপিএস নামক মডেল ফার্মেসিতেও অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিতে ফার্মাসিস্ট না থাকা এবং শুল্ক ফাঁকি দেয়া ও নকল প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক দুটি অভিযানেই জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি আজাদীকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভিআইপি টাওয়ারের দোতলায় অভিযান চালানো হয়েছে। অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসিইউএফএলে ফের উৎপাদন বন্ধ
পরবর্তী নিবন্ধমামলায় আটকা চট্টগ্রাম কাস্টমসের ২ হাজার কোটি টাকা