ভোজ্যতেলের সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসা উচিত

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

অসাধু ব্যবসায়ীদের অবৈধ গুদামজাতকরণের ফলে বাজারে প্রতিনিয়তই বিভিন্ন পণ্যের সংকট দেখা দিচ্ছে। এতে ক্রেতা সাধারণ একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন অন্যদিকে বেশি দামে পণ্য কেনা ছাড়া তাদের কোনো উপায় থাকছে না। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেন লাগামহীন ভাবে বাড়ছে। এখন বাজারে ভোজ্যতেলের সংকট দেখা দিয়েছে। এমনকি অনেক ক্রেতা চার-পাঁচ দোকান ঘুরেও তেল কিনতে পারেননি এমন খবরও আমরা টিভিতে দেখেছি।

এবার সরকার তেলের দাম নির্ধারণ করে দিয়েছে, প্রতি লিটার সয়াবিন তেল ১৯৮ টাকা করে। এখন দেখার বিষয় হচ্ছে এই দাম কি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে? এককথায় বলতে গেলে এত দাম দিয়ে কেনার সামর্থ্য ক্রেতা সাধারণের নেই। তাই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ জনগণ। সরকারের উচিত এই ব্যাপারে আরো কার্যকর সিদ্ধান্ত নেয়া।

মো. জোবাইদুল ইসলাম
শিক্ষার্থী,
মীরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসৌরীন্দ্র মিত্র : বহুভাষাবিদ ও রবীন্দ্র গবেষক
পরবর্তী নিবন্ধআষাঢ় রাতের মুখ