আষাঢ় রাতের মুখ

এনাম আনন্দ | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

সপ্তর্ষি,
তুমি কি কখনো কুপির আলোয়
আষাঢ় রাতের আকাশ দেখেছো?
আকাশের মুখটাকে মনে হয়
কোনো প্রিয়া হারা ব্যর্থ প্রেমিক!

সেখানে মেঘমালারা ছুটে চলে অজানার পথে
সাথিহারা পাখির ন্যায় করে আর্তনাদ।
বৃষ্টিস্নাত আষাঢ় রাতের অশ্রুতে ফুটে কদম, কেয়া
মোমবাতি অন্যকে আলো দিয়ে-
নিজেকে নিঃস্ব করে পায় সুখ!

সপ্তর্ষি,
কখনো যদি আমার কথা মনে পড়ে
মাটির প্রতিমা হয়ে-
আষাঢ় রাতের আকাশের মুখ চেয়ে দেখো
হয়তো ওখানেই আমাকে খুঁজে পাবে।

পূর্ববর্তী নিবন্ধভোজ্যতেলের সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসা উচিত
পরবর্তী নিবন্ধজীবন