ভেজালপণ্য তৈরি রোধ করুন

| বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

ভেজাল শব্দটি আমাদের দৈনন্দিন জীবনে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ভেজাল ছাড়া খাঁটি পণ্য পাওয়া যেন দুষ্কর হয়ে পড়েছে। আসল পণ্যের আদলে পুরনো মোড়ককে নতুন করে ভেজালযুক্ত নকল পণ্য এখন হরহামেশাই দোকানগুলোতে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরাও অল্প দামে কিনে বেশি দামে বিক্রির লোভ সামলাতে না পেরে তাদের দোকানে এসব ভেজালপণ্য রাখছে। যা কিনে ক্রেতা সাধারণ প্রতারিত হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ভেজালপণ্য তৈরির কারিগররা লাভবান হচ্ছে।
এসব ভেজাল পণ্য বাজারজাত করতে তারা মানুষের ব্যবহার করে ফেলে দেওয়া মোড়কগুলো সংগ্রহ করে। এরপর সেগুলোকে ধুয়ে-মুছে পরিষ্কার করে তাদের ভেজালপণ্য ভরে বাজারজাত করে। এখন আমরা যদি আমাদের ব্যবহার করা মোড়কগুলো নষ্ট করে ফেলি তাহলে তারা সেগুলো সংগ্রহ করে দ্বিতীয়বার আর বাজারজাত করতে পারবে না। এভাবে আমরা যদি সচেতনতা অবলম্বন করতে পারি তাহলে আমাদের দেশে ভেজালপণ্য কিছুটা হলেও কমবে।

মো. জোবাইদুল ইসলাম
মীরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসরদার ফজলুল করিম : কালের বাতিঘর
পরবর্তী নিবন্ধনিঃশব্দে নিভৃতচারিণী