ভিবিডির ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলার নবনিযুক্ত ক্যাম্পাস প্রতিনিধিদের জন্য গত ২৩ জানুয়ারি নগরীর জিইসি মোড় স্পিকারস কাউন্সিলে ওরিয়েন্টেশন ও কর্মশক্তি উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করা হয়।

গত সপ্তাহে ভিবিডি চট্টগ্রামে জানুয়ারি থেকে জুন মাসের জন্য ২৩ জন ক্যাম্পাস প্রতিনিধিদের নিযুক্ত করে। তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মানুষদের স্বেচ্ছাসেবায় উৎসাহ প্রদান করবেন। তারা যাতে কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ করে তুলতে পারে সেই লক্ষ্যে কর্মশালাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন সিভি তৈরি, কভার লেটার লিখন, ইমেইল ও লিংকডিন ব্যবহার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

ভিবিডি চট্টগ্রাম জেলার দুজন আল্যামনাই মো. সাফিন আরশাদ ও সুকান্ত মিত্র এবং ভিবিডি চট্টগ্রাম জেলার বর্তমান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মাইশা ইসলাম এই প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করেন।

শেষে নতুন ক্যাম্পাস প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র তুলে দেন ভিবিডি চট্টগ্রাম জেলার কমিটি সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধচুয়েটের সাথে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষর