এইদিকে রাতদিন আঁধারের মেলা
তোমাদের নগরীতে আলোর খেলা
এইদিকে বৃষ্টিতে মাথায় কেউ কেউ
পড়ে থাকে কচু পাতার টুপি আর
তোমাদের নগরীতে বৃষ্টিবিলাসে দেখি
কতো রঙের ভেলা, হাসিখুশির ঢেউ।
এইখানে প্রতিদিন বেঁচে থাকার জন্য
কতো রকমের কারচুপি, ঝরে রক্তঘাম
তোমাদের নগরীতে সুখ ভরা ডান-বাম।












