কালের আয়না

চৌধুরী শাহজাহান | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বহু পথ ঘুরে বহু দিন পরে এলে জন্ম স্থলে
শিউলি ফুলের গন্ধ মেখে ধুলো কাদামাটি জলে
শীতের চাদরে মোড়া নাটাপাড়া, ঝিঁঝি ডাকা রাতে
শিশির ভেজানো মাঠ-জীবনের স্নিগ্ধ মালা গাঁথে
সন্ধ্যা হলে শালিক চড়ুই ফিরে যেতো নিজ ঘরে
রাত হলে হায়েনার ডাক শোনা যেতো পাড়া জুড়ে
ভাপা পিঠা, খেজুরের হিমরস, নাড়ু মোয়া মুড়ি
সেইসব দিনগুলো আজো সব মনে পড়ে, বুড়ি।

কানামাছি গোল্লাছুট হাডুডু খেলেছি গ্রামে কত
কোথায় হারিয়ে গেলো মায়ের নোলকের মতো
মাকে ফাঁকি দিয়ে ঘুড়ি নিয়ে দৌড়ে ছুটতাম মাঠে
দুলাল খোকন মোজাম থাকতো বসে খেয়া ঘাটে
শৈশবের দিনগুলো মনে পড়ে পাখি ডাকা প্রাতে
ইচ্ছে করে ফিরে যাই তারাভরা মায়াবিনী রাতে।

পূর্ববর্তী নিবন্ধভিন্নপাড়া ভিন্নসুর
পরবর্তী নিবন্ধজানালার পাশে অপেক্ষায় থাকা মুখ