ভাঙা হৃদয়

মীনহার সুলতানা নিকা | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

দু’চোখ আমার সিক্ত হয় প্রতিদিন
নির্জনতার রাতে।
হৃদয় কবেই হয়েছে রিক্ত
রক্তাক্ত হৃদয়ে,
রাগ-অনুরাগের পালাবদলে,
বদনামে ভাঙা হৃদয়।

বদনাম যদি হয় রাগের নাম
আপনি আপনেই ফেরে
অস্পষ্ট শিকড়- শিরায়
হারাতে চেয়েও যাচ্ছি হেরে,
অবহেলায় ভাঙা হৃদয়।

হৃদয়ে আজ-
ব্যথার জোয়ার, ব্যথার পাহাড়।
রক্তাক্ত হৃদয়ে,
রাগ- অনুরাগের পালাবদলে।

সত্য কথা, সত্য প্রেম
বড়ই ফিকে
দৌরাত্ম্যের এই দুনিয়ায়।
ঔচিত্যের এই লড়াইয়ে
হারাতে চেয়েও যাচ্ছি হেরে।

অভিযোগ নেই, অভিমান নেই
নেইতো নালিশ, আছে শুধু কষ্ট।
হৃদয়ের ঠিক বাম পাঁজরে
বদনামে ভাঙা হৃদয়।

হৃদয় একবার আঘাত পেলে
ভাঙা হৃদয় লাগেনা জোড়া।
কত জ্বালাময়, কত বেদনাময়
ভাঙা হৃদয়ের যন্ত্রণা।
উপকারে ভাঙা হৃদয়।
প্রতিদানে ভাঙা হৃদয়
উপহারে ভাঙা হৃদয়
উপসংহারে ভাঙা হৃদয়।

পূর্ববর্তী নিবন্ধ১০৪ ডিগ্রি ফারেনহাইট
পরবর্তী নিবন্ধভিন্নপাড়া ভিন্নসুর