১০৪ ডিগ্রি ফারেনহাইট

সুকান্তা মৈত্রেয়ী | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

কপোল খানিক জ্বলছে কেবল
কেটে রাখলে মন্দ নয়
কপালটা তো পুড়েই গেছে
জন্ম যেদিন, কান্না কয়
ঘি ঢেলেছে চক্ষুজোড়া
মুখটা কিন্তু ভালোই চলে
পাত্র-পাত্রী অপরিচিত
কিন্তু ওদের বিয়ে দিলে
মেয়েটা আজ মাইনে পেল
লবণ পোড়া আলুর চিপস,

কোমড় বলছে ‘বাঁচতে চাই’
পা দুটোকে ভালোবাসি
তাল বেতালে জ্বলছে খালি
তবুও কেন ঠাণ্ডা-কাশি?
আলোটা ঠিক বড়লোকের
পেট ভরেছে দিবা-শশী।

আছো কেউ, একটু শোনো…
ওষুধ দিবে, আবার বাঁচি…।

পূর্ববর্তী নিবন্ধভাইরাল রোগ
পরবর্তী নিবন্ধভাঙা হৃদয়