নগরীর শহীদ সোহরাওয়ার্দী সড়কস্থ ব্যারিস্টার মিল্কী স্মৃতি মিলনায়তনে গত ৫ নভেম্বর অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে ভাসানী অনুসারী পরিষদের চট্টগ্রাম শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যক্ষ মুসা সিকদার, ওসমান গণি চৌধুরী, শহীদুল ইসলাম বাদল, অধ্যাপক মাহমুদ নুর, সৈয়দ আবু তাহের, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন হায়দর, চৌধুরী মোহাম্মদ হাসেম, আলী আকবর, এস এম রফিক, মো. লোকমান, মো. নুরুচ্ছফা, ছাত্রনেতা শাহবাজ উদ্দিন বাবু, মো. রাশেদ প্রমুখ।
প্রধান অতিথি শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভাসানীর অবদান অতুলনীয়। তিনিই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। স্বাধীনতা পরবর্তীতে ভূখা মিছিল, ফারাক্কা বাঁধ বিরোধী ঐতিহাসিক লংমার্চ পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষায় অনেক আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন। জালেম- জুলুমের বিরুদ্ধে আজীবন সংগ্রামী মজলুম জননেতা মাওলানা ভাসানীর লক্ষ্য ছিল সার্বভৌম, শোষণমুক্ত, জনকল্যাণমূলক রাষ্ট্র কায়েম করা। সভায় মোজাম্মেল হককে সভাপতি, কাসেম শরীফকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আব্দুল মালেককে সিনিয়র সহ-সভাপতি, মো. সেলিম নুরকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিউদ্দিন বকুলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।সভায় আগামী ২৬ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।