অবহেলিত মানসিক ভারসাম্যহীনদের কল্যাণে কাজ করার আহ্বান

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার

| রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সিএমপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সমাজের অবহেলিত মানসিক ভারসাম্যহীন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক সংগঠন ‘লাভ ফর লুনেটিক্স’ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। গত ৫ নভেম্বর পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, সমাজের অবহেলিত মস্তিষ্ক বিকৃত ও ভবঘুরে লোকগুলো বর্তমান বৈশ্বিক মহামারিকালে সবচেয়ে বেশি অবহেলিত। তাদের কল্যানে সমাজের বিত্তশালীসহ সবার এগিয়ে আসতে হবে।
সংগঠনের চেয়ারম্যন আলমগীর বাদশাহর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সিএমপি মানবিক পুলিশ ইউনিটের সভাপতি ডিসি হেড কোয়াটার আমির জাফর, লায়ন ইব্রাহিম, আলহজ্ব ইয়াকুব মিয়া, জান্নাতুল ফেরদৌউস, মোহাম্মদ রফিকুল ইসলাম, নাছির উদ্দিন মজুমদার, ফারুক আহম্মদ নাছির, মাহাবুবুল আলম সুমন, মাহমুদা খানম নওরিন, দিলশাত আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রামের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধবঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কর্মশালা