ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা মীরসরাইয়ে আটক

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার উপকূলীয় এলাকা থেকে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে মীরসরাইয়ের উপকূলীয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের তিনশ ফিট সড়ক এলাকা থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে শিল্প পুলিশ। আটকদের মধ্যে ৬ জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসাইন মামুন জানান, রবিবার সকালে মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু শিল্প নগরীর মেরিন ড্রাইভ রাস্তার উপর হতে আটককৃত রোহিঙ্গা নাগরিকরা যথাক্রমে মো. আলী উল্লাহ(২৫), নজুমা বেগম(২০), শামসুন্নাহার (৩), আব্দুর রশিদ (৩০), আব্দুল মজিদ(২১), সামিরা(১৯), মনসুর আলম(২৮) , জমিলা বেগম(২৬), ইমরান খান (৮), ১০) হামিদা বেগম(৭), মোশরফা বেগম(৬), সামিয়া বেগম(২), মর্জিনা আকতার(২২) মোনতাহা সুলতানা রিনা(৬), রোকেয়া আকতার(২১), আব্দুর রহমান (২), আসমিদা (১৯) ও উম্মে হাবিবা । এরা সকলেই নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ট্রলারে করে এখানে পালিয়ে আসে। বিদেশ যাবার লোভে এরা এক শ্রেণীর দালাল দ্বারা এই এলাকা দিয়ে অন্যত্র যাচ্ছিল। এর পূর্বে ও গত দুই মাসে আরো দুটি গ্রুপকে এভাবে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে শিল্পনগরের তিনশ ফিট সড়ক এলাকা থেকে উক্ত ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা ভাসানচর থেকে পালিয়ে সাগর পথে এসে শিল্পনগর এলাকায় উঠে। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। মীরসরাই থানার ওসি জানান আটককৃদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেখেরখীল চেয়ারম্যানকে আসামি করে মামলা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বিকাশ অফিসের কর্মচারীসহ দুইজন আটক, ১৮ লাখ টাকা উদ্ধার