ভাষা শহীদদের প্রতি সাবেক মেয়র এম মনজুর আলমের শ্রদ্ধা

| মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:০৬ পূর্বাহ্ণ

মায়ের ভাষায় কথা বলার জন্য ১৯৫২ সালে সালাম, রফিক, বরকত, জব্বার ও সফিকসহ অসংখ্য দামাল ছেলেরা বুকের তাজা রক্তে রাজপথ লাল করেছিল। শহীদের রক্তে অর্জিত হয়েছে বাঙালির ভাষার অধিকার। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাবেক মেয়র এম. মনজুর আলম ভাষা

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। তিনি গতকাল সোমবার এক বার্তায় ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ১৯৫২ সালের পথ ধরেই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার জন্যই আমাদের মাতৃভাষা দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। তিনি এ দিনে মহান ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের গাড়িতে আহত চবি শিক্ষার্থীর ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবাংলায় সংবিধান রচনা বঙ্গবন্ধুর অনন্য কীর্তি