বাংলায় সংবিধান রচনা বঙ্গবন্ধুর অনন্য কীর্তি

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা

| মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:০৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর যে অবিস্মরণীয় ভূমিকা তা থেকে উদ্ভূত ও স্থাপিত হয়েছিল বাংলাদেশ সংবিধানে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তি। স্বাধীন বাংলাদেশের বীজ বপন হয়েছিল। বঙ্গবন্ধুর হাত ধরে ৫৪’ এর যুক্তফ্রন্ট সরকার ’৬৬ এর ছয়দফা

 

আন্দোলনসহ স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র পর্যন্ত বাংলায় রচনা হয়েছিল। স্বাধীন বাংলাদেশে বাংলায় সংবিধান রচনা বঙ্গবন্ধুর অনন্য কীর্তি। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘রাষ্ট্রভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা সভা

অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক ডা. মু. আইয়ুবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। শাবানা বানুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, চবি উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষা শহীদদের প্রতি সাবেক মেয়র এম মনজুর আলমের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধ৪৪ গবেষক পেলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান