৪৪ গবেষক পেলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:০৮ পূর্বাহ্ণ

অধিভুক্ত সরকারিবেসরকারি মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের নির্বাচিত চিকিৎসকদের মাঝে গবেষণা অনুদান হস্তান্তর করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি)। অনুদান হিসেবে ৪৪ জন গবেষককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬ লাখ টাকা দেয়া হয়েছে। গতকাল সোমবার ফৌজদারহাটের

বিআইটিআইডি ভবনের বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ গবেষণা অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। একই অনুষ্ঠানে গবেষণা পদ্ধতি নিয়ে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুর সাত্তার। অন্যান্যের

মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, চমেক অধ্যক্ষ ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত এবং গবেষণা ব্যবস্থাপনা

কমিটির সদস্য অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মনোয়ার উল হক শামীম, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন

বড়ুয়া, মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুযত পাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপকলেজ পরিদর্শক ডা. আইরিন

সুলতানাসহ অনুদানের জন্য নির্বাচিত গবেষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮ সাল থেকে গবেষণা প্রবন্ধের জন্য গবেষকদের অনুদান দিয়ে আসছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ পর্যন্ত চার সেশনে (চার বছরে) ১৬৯ জন গবেষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্ত এ অনুদান পেয়েছেন। টাকার অংকে যার পরিমান প্রায় দেড় কোটি (১ কোটি ৪৪ লাখ ৫শ) টাকা।

আগের তিন দফায় গবেষণা অনুদান প্রাপ্তদের গবেষণা সম্পর্কিত প্রবন্ধ এরইমধ্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে দুটি জার্নাল প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলায় সংবিধান রচনা বঙ্গবন্ধুর অনন্য কীর্তি
পরবর্তী নিবন্ধখেলাঘরের বর্ণমালার মিছিল