ভালোবাসার অনুরণন ছাড়া

ববি বড়ুয়া | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৪:৪০ পূর্বাহ্ণ

জানো তো,

প্রেমের শরীরে আলাদা একটি ঘ্রাণ আছে

যা আলতো করে মনের শরীরে লেপ্টে থাকে।

বিশ্বাসে আসক্তির ঘ্রাণ, আস্থায় মোহনীয় ঘ্রাণ

ভালোবাসায় মাদক ঘ্রাণ।

দুটি প্রেমের শরীরের মিলন হলেই

ঘ্রাণে মাদকতা হয় তীব্র।

প্রেমের কর্ষণে, ভালোবাসার অনুরণনে

প্রতিটি লোমকূপে খেলে রাশি রাশি হাসনাহেনা।

কিন্তু , প্রেমহীন শরীর ঘ্রাণহীণ মৃত মাংসপিণ্ড মাত্র।

না বিশ্বাসের ঘ্রাাণ, না আস্থার ঘ্রাণ,

না ভালোবাসার ঘ্রাণ।

শরীরে শরীর মেলে ঠিকই,

কিন্তু সেই প্রেমময় প্রেমের ঘ্রাণ পাওয়া যায় না।

ভালোবাসার অনুরণন ছাড়া প্রেমহীন শরীর কর্ষণে

আর যাই হোক হাসনাহেনা খেলে না।

হৃদয়ের উত্তাপ শরীর জমিনে না ছড়ালে শত কর্ষণেও

সোঁদা গন্ধে ভরা সোনালি ফসল ফলে না।

পূর্ববর্তী নিবন্ধযদি পারো
পরবর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম