ভালোবাসতে না পারা

শাফিনূর শাফিন | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:৩০ পূর্বাহ্ণ

আঙুলযে কুকুরের মতো অনুগত

বেজে যায় বেহালায় সুরেবেসুরে

নাকি সেই চোখশিরা ফেটে যায়

তবুও যে লুকায় কান্নার ক্ষত

শরীরযাকে ছোঁয়া যায় ভেবে

ফোঁড়ন কাটে দীর্ঘশ্বাস, বেসামাল রাত

তোমাকে চেয়েছিল বন্ধুরা,

বন্ধুর মতো দারুণ শত্রুরা,

শত্রুর মতো সাদা হাসিমুখ,

বোকা বানাতে পেরে দিলখুশ প্রেমিক

তুমি ভালবাসলে না তাদের সহজ উপহাস

ভালোবাসলে না তাদের আশ্চর্য সাহচর্য

ভালোবাসলে না ভালোবাসতে না পারার ভার

বয়ে চলা কারো উন্মুখ হয়ে থাকা মন!

পূর্ববর্তী নিবন্ধঅসুখ
পরবর্তী নিবন্ধঅগ্নি অনশ্বর