ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল আজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতকে হারিয়ে প্রথমবারের মত অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর আজ আবার ভারত এবং বাংলাদেশের যুবারা মুখোমুখি হচ্ছে সেই অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে। তবে এবারে আর ফাইনালে নয়। এবার দুদল মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে। যুব বিশ্বকাপের কাপ পর্বের কোয়ার্টার ফাইনালে আজ আবার ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ। যদিও বিশ্বকাপের আগে এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের আগের আসরে হারের প্রতিশোধ নিয়েছিল ভারতের যুবারা। এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যাওয়া ভারতের যুবারা শেষ পর্যন্ত এশিয়া কাপ জিতে তবেই ওয়েস্ট ইন্ডিজ গেছে বিশ্বকাপে খেলতে। আর আজ বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যেত চাইবে ভারতের যুবারা তাতে কোন সন্দেহ নেই। অপরদিকে টাইগার যুবাদের চাওয়া ২০২০ সালের স্মৃতিকে ফিরিয়ে এনে সেমিফাইনাল নিশ্চিত করা। ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭ টায় শুরু হবে ম্যাচটি।

এবারের অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে বাংলাদেশের যুবাদের শুরুটা হয়েছিল হার দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বাজে হারে শুরু করা টাইগার যুবারা গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব১৯ দলকে পরাজিত করে গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। অপরদিকে ভারত গ্রুপ পর্বের সবকটি ম্যাচে জিতে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে ভারতের যুবারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, উগান্ডা এবং আয়ারল্যান্ড যুবাদের। অজেয় ভারতকে থামাতে চায় আজ বাংলাদেশ। যদিও ভারত নামবে সবশেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর সুখ স্মৃতি নিয়ে। অপরদিকে বাংলাদেশের সঙ্গী আগের বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর স্মৃতি। যদিও দু’দলের সবশেষ পাঁচ মোকাবেলায় তিনটি জয় ভারতের যুবাদের। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আর বাংলাদেশের জয়টা গত বিশ্বকাপের ফাইনালে। তবে আজ নতুন পরীক্ষা মাহফিজুর, আইচ মোল্লা, রাকিবুলদের। ব্যাট হাতে লড়াইটা করতে হবে তাদের। অপরদিকে বল হাতে ভারতের ব্যাটসম্যানদের রুখতে হবে রিপন মন্ডল, মুশফিক হাসান এবং নাইমুর রহমানদের। টুর্নামেন্টের গ্রুপ পর্বে যে দুটি জয় পেয়েছে বাংলাদেশ সে দুটি দুর্বল কানাডা এবং আরব আমিরাতের বিপক্ষে। একমাত্র শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে লজ্জার হার বরণ করতে হয়েছে। তাই আজ নিজেদের প্রমানের সুযোগ টাইগার যুবাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনটা এখনো অনেক লম্বা হলেও সম্ভাবনা জিইয়ে রাখতে হলে আজ ভারতকে হারানোর কোন বিকল্প নেই। এখন দেখার বিষয় বাংলাদেশ বিশ্বকাপ জার্নিটা আরো লম্বা করতে পারে কিনা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মাঠে রান পেয়ে খুশি মুশফিক
পরবর্তী নিবন্ধদিল্লিতে বিধিনিষেধ শিথিল খুলছে রেস্তোরাঁ-সিনেমা হল