ভারতের ভ্যারিয়েন্ট ও অক্সিজেন সংকট

| বুধবার , ১৯ মে, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ভারত একটি অনেক বড় রাষ্ট্র জনসংখ্যা একশত ত্রিশ কোটির মত, চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, ওষুধ উৎপাদনে বিশ্বের অন্যতম। সেই ভারত আজ অসহায়। অক্সিজনের অভাবে ভারতে রোগী মারা যাচ্ছে। হাসপাতাল অক্সিজেন নাই সিট নাই, বলতে গেলে পুরা চিকিৎসাব্যবস্থা ভেঙ্গে পড়েছে ভারতে।
তাই আমাদের অনেক সচেতন হতে হবে। আমাদের দেশ ছোট অত্যন্ত ঘনবসতি দেশ, এ-ই ভাইরাসের জন্য আমাদের সারা দেশের সরকারি বেসরকারি যত হাসপাতাল আছে এখন থেকে অক্সিজেন যোগান রাখা দরকার বলে মনে করি, কারণ এ-ই রোগের মানুষের সবচেয়ে বেশী প্রয়োজন সেটা হল অক্সিজেন। এ-ই কাজটা সরকার একার পক্ষে সম্ভব নয় যেহেতু এটা জাতীয় সমস্যা তাই সকল রাজনৈতিক দল সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক সংগঠনের এগিয়ে আসা দরকার। ভারতের অক্সিজেন সংকট থেকে শিক্ষা নিয়ে আমাদের সারা দেশের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানো দরকার বলে মনে করি। আমরা যদি এখন থেকে সব ব্যবস্থা করে রাখতে পারি, তাহলে হয়ত এ-ই মহামারী ভাইরাস থেকে রক্ষা পাব, আমাদের সবার উচিত সরকারের দেওয়া লকডাউন মেনে চলা, সরকারের আদেশ মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘনঘন হাত ধোয়া, মাস্ক বাধ্যতামূলক পরা, অপ্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়া, আমাদের মনে রাখতে হবে একজন ব্যক্তি একটি পরিবারের জন্য অমূল্য সম্পদ, যা একটু নিজেদের অসচেতনতার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে।
মো. জাকির হোসেন, সাবেক সহ সভাপতি,
নুপুর মার্কেট বণিক সমিতি।

পূর্ববর্তী নিবন্ধকাজী আবদুল ওদুদ : মুক্তবুদ্ধি ও মুক্ত সংস্কৃতির আন্দোলনের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধআমার মায়েরা