ভারতীয় জেলেদের ঠেকান মা ইলিশ রক্ষা করুন

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

প্রতিবছর মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের জন্য বেশ কিছুদিন ইলিশ আহরণ বন্ধ থাকে। এসময় জেলেরা বেকার হয়ে যায়। সরকারের পক্ষ থেকে বেশ সাহায্য করা হয়। কিন্তু তারপরও খুব কষ্টে দিন কাটায় জেলেরা। একটাই আশা যে একসময় ইলিশের বংশবৃদ্ধি হবে এবং নির্দিষ্ট সময় পর তাদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।

কিন্তু দেখা যায় যখন বাংলাদেশে মাছ ধরা বন্ধ থাকে তখন ভারতে মাছ ধরা চালু থাকে। ফলে মা ইলিশের খুব একটা রক্ষা হয় না। ভারতীয় জেলেরা অনেক সময় বাংলাদেশের অংশে ঢুকে পড়ে।

যে মা ইলিশ রক্ষার জন্য সরকার চেষ্টা করছে, জেলেরা খেয়ে না খেয়ে কষ্ট করে মাছ ধরা বন্ধ রাখছে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। একারণে সরকারের উচিত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সাথে সমঝোতা করা। যেমন এখানে যখন মাছ ধরা বন্ধ থাকবে ওখানেও তখন বন্ধ থাকবে। বাংলাদেশে মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে ভারতীয় জেলেরা যেনো বাংলাদেশের অংশে ঢুকতে না পারে সেই ব্যবস্থা নেওয়া জরুরি।

সুকান্ত দাস
যুগ্ম-সাধারণ সম্পাদক,
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

পূর্ববর্তী নিবন্ধবীরশ্রেষ্ঠ হামিদুর রহমান : স্বদেশের জন্য বলিদান
পরবর্তী নিবন্ধবিপদ সংকেত উপকূলবাসীর চোখে ভাসে ঘূর্ণিঝড়ের তাণ্ডব