বিপদ সংকেত উপকূলবাসীর চোখে ভাসে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

আল ওমায়ের সাকিব | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

শহরে থাকা পাকা ভবনে বসবাস করা মানুষগুলো এখন কিছুতেই উপকূল বাসীর কষ্ট বুঝবে না। বিপদ সংকেত গুলো কতটা ভয়ভীতি সৃষ্টি করে তা শুধু উপকূল বাসীর অনুভব হয়।

শহরের পাকা ভবনে বসবাস করা মানুষগুলো ঠিকই বৃষ্টিবিলাশ, খিচুড়ি, কলিজা ভূনা, মুড়িমাখা নিয়ে ব্যস্ত থাকলেও উপকূলবাসী এখন ব্যস্ত আছে সারাজীবনের সঞ্চয় দিয়ে বানানো বাড়িটাকে কিভাবে বাঁচানো যায় সেটা নিয়ে।

যতই বিপদ সংকেত এর সংখ্যা বাড়ে ততই উপকূল বাসীর চোখে ৯১ ঘুর্ণিঝড় ভাসে। তারা দেখতে পায় স্বজন হারানো স্মৃতি গুলো। আপনজনের লাশের হদিস না পাওয়ার যন্ত্রণা গুলো ভেসে আসে তাদের মনে। একই পরিবারের সবাইকে হারানো শোক বয়ে যায় তাদের মনে।

এই বৃষ্টিবিলাশ, কিচুড়ি, কলিজা ভূনা, মুড়ি মাখা, এসব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করে একটু দেশের উপকূলীয় অঞ্চলের সকল মানুষ, প্রাণী এবং সম্পদ যেন নিরাপদে থাকে এই সাইক্লোন মোকাবেলা করতে পারে সেই দোয়া করেন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় জেলেদের ঠেকান মা ইলিশ রক্ষা করুন
পরবর্তী নিবন্ধস্বর্গময় আমাদের মহামুনি