স্বর্গময় আমাদের মহামুনি

শরণংকর বড়ুয়া | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

ছোট খাটো চাঁইঙ্গা ঠাকুর
এত বুদ্ধি জানে,
রোসাঙ্গ এর মহামুনি
কদলপুরে আনে।
নয়ন ভরে দেখছি মোরা
যুগ যুগ ধরে,
সবার মাঝে শ্রদ্ধা তব
বিশ্ব ভুবন ভরে।

ছড়িয়ে ছিটিয়ে দেশ বিদেশে
অনেক অনেক গ্রামবাসি,
উষা হতে দেখতে তারে ছুুটে আসে
শত শত মর্তবাসী।
সকাল সন্ধ্যা স্মরণ করে
জ্বালায় মনের হাজার বাতি,
বেদীজুড়ে অহরহ জ্বলছে কত
নেই কোনো তার বিরতি।

ভক্তি শ্রদ্ধা করে যত বৌদ্ধ নরনারী,
আরাধনায় চিত্ত তাদের পূর্ণ করে ভরি।
রকমারি ফুল সাজিয়ে মেলে
দেয় আসন পাতি,
নেই ভেদাভেদ কে-বা বৌদ্ধ!
কে-বা হিন্দু, কে কোন জাতি।

অশ্বথ বৃক্ষ ঠাঁই দাঁড়িয়ে
ছড়িয়ে দেয় নির্মল সৌরভ,
তারই ছায়ায় ঘুচে যায়
যত আছে অগৌরভ।

নব আঙ্গিনায় ফুটে উঠেছে
আজ নন্দিত মহামুনি,
আঙ্গিনায় জুড়ে বইছে কত লাবন্যময় সুমধুর ধ্বনি।

পূর্ববর্তী নিবন্ধবিপদ সংকেত উপকূলবাসীর চোখে ভাসে ঘূর্ণিঝড়ের তাণ্ডব
পরবর্তী নিবন্ধজীবনের শেষ বয়সে ক্ষণিকের স্বপ্ন