ভরতনাট্যম ও সৃজনশীল নৃত্য কর্মশালা

| মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

শেষ হলো যোগসূত্র কলা কেন্দ্র আয়োজিত ৪দিনব্যাপী ভরতনাট্যম ও সৃজনশীল নৃত্য কর্মশালা। নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হওয়া কর্মশালাটি গত ২১ এপ্রিল শিশু একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। কর্মশালায় দেড় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সমগ্র কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নৃত্যবৃতি ঢাকার পরিচালক গোলাম মোস্তফা ববি। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমিচট্টগ্রামের সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, জেলা শিল্পকলা একাডেমিচট্টগ্রামের সাধারন সম্পাদক সাইফুল আলম (বাবু), স্বপন দাশ, সঞ্চিতা দত্ত বেবী, স্বপন বড়ুয়া, যোগসূত্র কলা কেন্দ্রের সভাপতি সুদীপ কুমার দত্ত, সহসভাপতি সূচনা বণিক, সাধারণ সম্পাদক ও নৃত্যময়ী একাডেমির পরিচালক সৌরভী নাথ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে যোগসূত্র কলা কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘দাদাগিরি’ ও ‘সা রে গা মা পা’র শুটিং স্টুডিওতে আগুন
পরবর্তী নিবন্ধরাজকুমার : নাম নিয়ে নায়িকার ক্ষোভ!