বড় ব্যবধানে জিতলো কিষোয়ান আলোর ঠিকানার প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

প্রথম দুটি ম্যাচে টানা জয় পেয়েছিল আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ। তৃতীয় ম্যাচে জয় পেলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতো পারতো তারা। কিন্তু তা হয়নি। শক্তিশালী কিষোয়ান স্পোর্টসের কাছে উড়ে গেছে তারা। গতকাল বৃহস্পতিবার কিশোর ফুটবল লিগের গ্রুপ ‘বি’ এর খেলায় কিষোয়ান ৫-০ গোলে হারিয়েছে নওজোয়ান গ্রীণকে। নওজোয়ান গ্রীণের এটি প্রথম পরাজয়। আর গত ম্যাচে পরাজয় বরণ করার পর কিষোয়ান স্পোর্টসের এটি দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে জয় দিয়ে তারা শুরু করেছিল। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগে দিনের দ্বিতীয় খেলায় প্রথমার্ধে কিষোয়ান স্পোর্টস ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার শুরু থেকেই উজ্জীবিত ভূমিকায় ছিল কিষোয়ান। অন্যদিকে আগের দুটি ম্যাচে জয় পাওয়া নওজোয়ান গ্রীণ নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। খেলার ২৩ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। কিষোয়ান আক্রমনে উঠে। ডানপ্রান্ত থেকে বল পান আয়মান হক। তার শট নওজোয়ান কিপার আলাউদ্দিনের হাতে লেগে জালে ঢুকে যায়(১-০)। ২৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে নওজোয়ান গ্রীণ। এসময় কিষোয়ান স্পোর্টস চড়াও হয়ে খেলতে থাকে। বার বার প্রতিপক্ষের সীমানায় পৌঁছে যাচ্ছিল তাদের আক্রমনভাগ। এমনি আক্রমন থেকে বামপ্রান্তে বল পেয়ে যান শরীফ উদ্দিন সোহান। দু’জনকে কাটিয়ে গোলে শট করেন। বল জালে জড়ায় (২-০)। দু’গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিষোয়ান। বিরতি থেকে ফিরে এসে দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে উঠে তারা। ৩৮ মিনিটেই আবারো গোল করে তারা। ডান দিক থেকে কিষোয়ানের লব নওজোয়ানের ডিফেন্সের গায়ে লেগে সামনে পড়লে কাজী মো. শাহ আবরার বল আয়ত্বে নেন। তার টোকায় কিষোয়ান এগিয়ে যায় ৩-০ গোলে। তাদের আক্রমণে নওজোয়ান গ্রীণের খেলায় ফিরে আসার চেষ্টা নস্যাৎ হয়ে যায়। ৪৮ মিনিটে কাজী মো. শাহ আবরার নিজের দ্বিতীয় গোল করলে কিষোয়ান ৪-০ গোলের ব্যবধান তৈরী করে। এটাই শেষ নয়। ৫৭ মিনিটে দলের মাহবুবুর রহমান আরো একটি গোল করেন। কিষোয়ান স্পোর্টস ৫-০ গোলের জয় নিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করে মাঠ ছাড়ে। আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এবং কিষোয়ান স্পোর্টস দু’দলই তিন খেলা শেষে ৬ পয়েন্ট পেয়েছে।
এর আগে একই মাঠে ‘এ’ গ্রুপে দিনের প্রথম খেলায় আলোর ঠিকানা ৪-২ গোলে কল্লোল সংঘ গ্রীণকে পরাজিত করে। আলোর ঠিকানার এটি প্রথম জয়। নিজেদের প্রথম খেলায় তারা হেরে গিয়েছিল। অন্যদিকে কল্লোল সংঘ গ্রীণ নিজেদের প্রথম খেলায় জয় পেলেও পরপর দুটি খেলায় হার মানলো। গতকাল খেলার প্রথমার্ধে আলেয়ার ঠিকানা এক গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে কল্লোল গ্রীণ দুই গোল করে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এরপর আরো তিন গোল হজম করে তারা। প্রথমার্ধের ৩ মিনিটে মুনতাজির নোমান আলোর ঠিকানার পক্ষে গোল করেন(১-০)। দ্বিতীয়ার্ধের ৪৪ এবং ৪৯ মিনিটের সময় কল্লোল গ্রীনের মো. মনসুর আলী এবং ইনান গোল করলে তাদের দল ২-১ গোলে এগিয়ে থাকে। কিন্তু ৫২ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোলে খেলায় সমতা আনেন আলোর ঠিকানার মুনতাজির নোমান (২-২)। ৫৪ ও ৬৬ মিনিটে মো. মিজবাহ রহমান দু’দুটি গোল করে আলোর ঠিকানাকে ৪-২ গোলের জয় উপহার দেন। দুই খেলা শেষে আলোর ঠিকানা ৩ পয়েন্ট এবং ৩ খেলা শেষে কল্লোল সংঘ গ্রীণ ৩ পয়েন্ট পেয়েছে।
আজও কিশোর ফুটবল লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় অংশ নেবে বাংলাদেশ রেলওয়ে এস এ এবং মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি (বিকাল-২.৩০টা)। দ্বিতীয় খেলায় ফ্রেন্ডস ক্লাব এবং ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব মুখোমুখি হবে (বিকাল-৪টা)। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ দেওয়ার চেষ্টা করবেন আফিফ
পরবর্তী নিবন্ধ‘বাংলা চলচ্চিত্রে আশা জাগানিয়া সিনেমা পরাণ’