ব্র্যাকের স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের নাম এখন বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং

| শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:০৬ পূর্বাহ্ণ

ব্র্যাক বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের নাম পরিবর্তন করেছে। নতুন নামকরণ হয়েছে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং। গত মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। ব্যবসায়িক গোষ্ঠী বিএসআরএম গ্রুপের অনুদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজ এ পুনঃনামকরণের অনুমোদন দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং আগামী বছর গুলোতে বিশ্ব-মানের ফ্যাকাল্টি নিয়োগ করবে এবং অত্যাধুনিক গবেষণা খাত এবং উদ্ভাবনমূলক পাঠ্যক্রম গঠনে তহবিল প্রদান করে সহযোগিতা করবে বিএসআরএম। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের জন্য পাঁচটি ফুল-টিউশন সহ বেশ কয়েকটি মেধা-ভিত্তিক বৃত্তি প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসআরএম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন বলেছেন, নতুন প্রজন্মের প্রকৌশলীদেরকে আরো উন্নত ও টেকসই অবকাঠামো নির্মাণের দক্ষতা ও উৎসাহ প্রদান করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ব্র্যাক চেয়ারম্যান তামারা হাসান আবেদ বলেছেন, আমরা বিএসআরএম এর এ উদ্যোগকে স্বাগত জানাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিজস্ব স্বকীয়তায় উজ্জীবিত থেকে বিশ্বব্যাপী উদ্ভাবনী অগ্রযাত্রায়, উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে নেতৃত্ব দিতে পরিবর্তনের পথে অবিচল থাকে। পুনঃনামকরণ অনুষ্ঠানে বিএসআরএম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিবৃন্দ, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বানে জাতিসংঘে প্রস্তাব পাস
পরবর্তী নিবন্ধগাড়ির চাকা চুরির মামলায় কারাগারে শ্রমিক নেতা