ব্যাপক উন্নয়নে আনোয়ারায় পাল্টে যাচ্ছে যোগাযোগচিত্র : ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারায় ব্যাপক উন্নয়নে পাল্টে যাচ্ছে যোগাযোগের চিত্র। আনোয়ারার উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবেনা। উন্নয়নের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। উন্নয়ন অনেক হয়েছে আরো হবে। বঙ্গবন্ধু টানেলের কারণে আনোয়ারা এখন বাংলাদেশ ছাড়াও বিশ্ব দরবারে পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে পরিকল্পিত উন্নয়নেরে মাধ্যমে আনোয়ারাকে বিশ্বমানের সিটিতে পরিণত করা হবে। গতকাল শুক্রবার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া জামে মসজিদে জুমার নামায আদায়কালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো নেতাকর্মী আমার নাম ভাঙিয়ে এলাকায় অন্যায় করলে তাকে বেঁধে রাখবেন। আমার নামে কেউ ভাল কাজ করলে তাকে সহযোগিতা করবেন। এলাকায় মারামারি, হানাহানি এগুলো করবেন না। মৃত্যুতে ভয় করুন। যেকোনো সময় যে কারো মৃত্যু চলে আসতে পারে। এজন্য স্বার্থের জন্য অন্যায়, অত্যাচার এগুলো করবেন না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ভিপি জাফর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল করিম চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ সালাম, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর উকবাল তালুকদার, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ। জুমার নামায আদায় শেষে ভূমিমন্ত্রী ওষখাইন দরবারে শাহ আলী রজা প্রকাশ কানু শাপহর (রহ.) মাজার জিয়ারত করেন। এ সময় ওষখাইন দরবারের সাজ্জাদানশীনসহ ভক্তমুরিদানরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসাড়ে তিন লাখ চামড়া সংগ্রহের টার্গেট