ব্যাকুল হয়ে আছে প্রাণ

শাহানা ইসলাম | শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

কতদিন দেখিনি তোমায়!
দিনান্তে বসে ভাবি, এই বুঝি ডাকলে আমায়।
কত কাব্য-কবিতা হয়েছে পাণ্ডুর তোমায় ভেবে-ভেবে
প্রতিক্ষার প্রহর গুণি বসে তোমায় দেখব আবার কবে?
আমার উঠোনে ফুটেছে মালতী রূপের বারতা মেলে
ঊষার আলোতে বসেছি নিরালায় মালা গাঁথিব বলে।
বাতাসে ভাসে বকুলের মৌতান
ব্যাকুল হয়ে আছে আমার প্রাণ,
শ্রাবণের বারিতে ভিজিব বলে দাঁড়িয়ে উঠোন পারে
মন বলে আমার, এই বুঝি তুমি ডাকলে আমায়
তোমার নিটোল স্বরে।

পূর্ববর্তী নিবন্ধনারী ফুটবলারদের মানসিক দৃঢ়তা
পরবর্তী নিবন্ধপরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা