করোনা মহামারীর বিস্তার ঠেকাতে বিধি-নিষেধের মেয়াদ আরও এক দফা বাড়ানোর মধ্যেই ব্যাংকে লেনদেনের সময় আরও ৩০ মিনিট বাড়ানো হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে গত এপ্রিল থেকে চলছে এই বিধি-নিষেধ। আজ বুধবার (১৬ জুন) তা আরও এক মাস বাড়ানোর ঘোষণা দেয় সরকার। বিডিনিউজ
তারপর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেন বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।
বিধি-নিষেধের মধ্যে এতদিন ব্যাংকগুলোতে লেনদেন চলছিল বিকাল তিনটা পর্যন্ত।
সর্বশেষ ৩০ মে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়ে তিনটা পর্যন্ত করা হয়েছিল।
স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন হয় চারটা পর্যন্ত এবং কর্মকর্তারা অন্যান্য কাজের জন্য বিকাল পাঁচটা বা এর বেশি সময় শাখা খোলা রেখে কাজ করেন।
এখন লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক অন্যান্য কাজের জন্য বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সরকার নানা বিধি-নিষেধ আরোপ করে।
ওই সময়ের পর থেকে ব্যাংকে লেনদেনের সময় কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে।
সর্বশেষ আজ বুধবার দেশে চলমান বিধি-নিষেধের মেয়াদ একবারে এক মাস বাড়িয়েছে সরকার তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে সব অফিস খুলে দেওয়া হয়েছে।