রাঙামাটিতে করোনাক্রান্ত আরো ৬, মৃত্যু ১

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৯:৩৭ অপরাহ্ণ

রাঙামাটিতে নতুন করে আরো ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের।
আজ বুধবার (১৬ জুন) রাঙামাটিতে নমুনা পরীক্ষা করিয়েছেন ৮৫ জন যাদের মধ্যে ৬ জনের পজিটিভ আসে।
আক্রান্তদের ১ জন রাঙামাটি সদর, ৩ জন বাঘাইছড়ি এবং ২ জন রাজস্থলী উপজেলার বাসিন্দা।
রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৯৫ জন, সুস্থ্য হয়েছেন ১,৫১৬ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ১৯ জন।
সর্বশেষ আজ বুধবার চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় কাউখালী উপজেলার বাসিন্দা ৭০ বছরের বয়সী এক বৃদ্ধা মারা গেছেন।
রাঙামাটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করিয়েছেন ১১ হাজার ৬৮১ জন যাদের মধ্যে নেগেটিভ এসেছে ১০ হাজার ৮৬ জনের।
রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বলেন, “মানুষের অসতর্ক চলাফেরা, স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।”
রাঙামাটিতে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৪০ হাজার ৩৫৫ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩২ হাজার ৬০২ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮ হাজার ৮৮১ জন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকে লেনদেন বিকাল সাড়ে ৩টা পর্যন্ত
পরবর্তী নিবন্ধগুলশানের ক্লাবে গ্লাস-অ্যাসট্রে ভেঙেছেন পরীমনি!