ব্যবসায়ীদের মনগড়া মূল্য বৃদ্ধিতে জিম্মি সাধারণ মানুষ

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রায় সবচেয়ে বেশি ব্যবহৃত চাল, সয়াবিন তেল, আটা, মুরগী, চিনিসহ অন্যান্য নিত্যপণ্য। দৈনন্দিন সংসারের খরচ বহনে হিমশিম খেতে হচ্ছে এ শ্রেণির মানুষগুলো। বাজারে নিত্যপণ্যের দামে উর্ধ্বগতি চাঁদপুর জেলার মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য অপ্রত্যাশিত দুর্ভোগরূপে দেখা দিয়েছে। এসব অনিয়ন্ত্রিত মাত্রাতিরিক্ত পণ্যের মূল্য সাধারণ খেটে খাওয়া মানুষকে হতাশাগ্রস্ত করছে। দেখার যেন কেউ নেই। যে যার মত করে ব্যবসা করে যাচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন মোকামেই তাদের কাছ থেকে বেশি রাখছেন তাই তারাও ক্রেতাদের কাছে এমনটাই করছেন।

অন্যদিকে দেশ বিদেশের বিভিন্ন দুর্যোগ কিংবা পণ্যের সংকট দেখিয়ে অতিরিক্ত দামে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন পাইকাররা। এমতাবস্থায় পর্যাপ্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করা, ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা এবং কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িত অসাধু চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টাস্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন। সেইসাথে নিয়মিত বাজার মনিটরিংয়ে চাঁদপুর জেলা ও স্ব স্ব উপজেলা প্রশাসনের কড়া নজরদারী কামনা করছি।

মো. মাসুদ হোসেন

চাঁদপুর সদর

পূর্ববর্তী নিবন্ধপলান সরকার : জ্ঞানের ফেরিওয়ালা
পরবর্তী নিবন্ধকোথায় হারিয়ে গেলো সোনালী সেই দিনগুলো