বোয়ালখালী পৌরসভা নির্বাচনের যাচাই-বাছাই প্রক্রিয়া গতকাল শুক্রবার পূর্ব নির্ধারিত সময়ে শেষ হয়েছে। এতে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ ও সাধারণ কাউন্সিলর পদে ৯ জনসহ সর্বমোট ১২ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালখালী ইউএনও নাজমুন নাহার। তিনি বলেন, বাতিল হলেও তারা আপিল করার সুযোগ পাবেন এবং তা করতে হবে আগামী ৩ দিনের মধ্যে। মেয়র পদে ৩ প্রার্থীর মধ্যে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী হাজী আবুল কালাম আবু ও তার ছোট ভাই ইদ্রিস আলম দুইজনেরই মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখন এ পদে এককভাবে বৈধতা পেলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জহুরুল ইসলাম জহুর। অন্যদিকে ৪-৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাশেদা বেগম ও সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মো. ওমর সেলিম ও মো. মোরশেদ আলম, ২ নং ওয়ার্ডে মাহবুল আলম, ৩ নং ওয়ার্ডে মো. ইউনুছ মিয়া, ৪ নং ওয়ার্ডে মো. কামাল উদ্দিন, ৬ নং ওয়ার্ডে আবু তৈয়ব ও জসিম উদ্দিন, ৯ নং ওয়ার্ডে মো. সোলাইমান ও মো. মাহবুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান, যাচাই-বাছাই শেষ হয়েছে। ২৪ মার্চ প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ২৫ মার্চ এবং ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।