বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশে আ. লীগের ২৫ প্রার্থীর নাম ঘোষণা

বান্দরবান-খাগড়াছড়ির ৮ ইউপির প্রার্থীরও তালিকা প্রকাশ

আজাদী ডেস্ক | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা গতকাল রোববার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশের ২৫ ইউপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এছাড়া খাগড়াছড়ি এবং বান্দরবানের ৮ ইউপির দলীয় প্রর্থীদের নামের তালিকাও প্রকাশ করা হয়। গতকাল রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালখালীতে দলীয় মনোনয়ন পেয়েছেন : শাকপুরায় আলহাজ্ব মো. আবদুল মান্নান, সারোয়াতলীতে মো. বেলাল হোসেন, পোপাদিয়ায় এস এম জসিম উদ্দীন, শ্রীপুর-খরন্দ্বীপে মোহাম্মদ মোকারম, আমুচিয়ায় কাজল দে, করলডেঙ্গায় মনসুর আহম্মদ ও চরণদ্বীপে মোহাম্মদ শামসুল আলম। আনোয়ারা উপজেলার বৈরাগে নোয়াব আলী, বারশতে মোহাম্মদ আবদুল কাইয়ুম শাহ, রায়পুরে জানে আলম, বটতলীতে এম, এ, মান্নান চৌধুরী, বরুমছড়ায় মোঃ শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনে মোঃ হাছনাইন জলিল চৌধুরী, আনোয়ারায় অসীম কুমার দেব, চাতরীতে মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী, পরৈকোড়ায় মামুনুর রশিদ চৌধুরী এবং হাইলধরে কলিম উদ্দীন।
চন্দনাইশ উপজেলায় কাঞ্চনাবাদে মোঃ আবু ছালেহ, জোয়ারায় আমিন আহমেদ চৌধুরী, বরকলে মো. ফেরদাউছ ইসলাম খান, বরমায় মো. নুরুল ইসলাম, বৈলতলীতে এস এম সায়েম, হাসিমপুরে মো. খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়িতে মো. আবদুল আলীম, সাতাবাড়িয়ায় ফোরক আহমদ।
খাগড়াছড়ি সদর উপজেলার মধ্যে খাগড়াছড়িতে জ্ঞান দত্ত ত্রিপুরা, কমলছড়িতে সাউপ্রু মার্মা, গোলাবাড়িতে উল্লাস ত্রিপুরা, পেরাছড়ায় তপন বিকাশ ত্রিপুরা এবং ভাইবোনছড়ায় পরিমল ত্রিপুরা।
বান্দরবান সদর উপজেলার কুহালংয়ে মং পু মার্মা, সুয়ালকে মং মংনু মার্মা এবং টংকাবতীতে প্লুকান ম্রো।

পূর্ববর্তী নিবন্ধবাড়ির বাইরে সিসিটিভি পাহারায় কিশোর গ্যাং
পরবর্তী নিবন্ধদেড় হাজার শূন্যপদ পূরণ নিয়ে জটিলতা