বোয়ালখালীর শাকপুরা সরৎ সেন সড়ক যান চলাচলের উপযোগী করা হোক

| বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

দীর্ঘ দিন যাবৎ সরৎ সেন সড়কের বেহাল দশা। নতুন করে রাস্তা প্রশস্তকরণ ও রাস্তা সংস্কার নামক কচ্ছপ গতিতে সময় যাচ্ছে মাসের পর মাস। বোয়ালখালীর অন্যতম এই প্রধান সড়কটি অনেক মাস যাবৎ জনসাধারণ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার মৌসুমে তা আরো বেশি নাজেহাল। যেহেতু এই সড়কপথে লক্ষ লোকের যাতায়াত ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় রাস্তার মেরামত কাজ এক পাশ চলমান রেখে অন্য পাশ যানচলাচলের ব্যবস্থা করা উচিত। কিন্তু তা না করায় এবং সড়কটির নিকটবর্তী বিকল্প কোনো সড়ক না থাকায় জনগণের ভোগান্তির শেষ নেই। কষ্ট পেতে হয় ইমারজেন্সি ডেলিভারি রোগী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। সামাজিক ও বিয়ে অনুষ্ঠানেও পেতে হচ্ছে ভোগান্তি। তাছাড়া আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শাকপুরা থেকে দাশের দিঘির পাড় পর্যন্ত চলমান উন্নয়ন কাজের জন্য রাস্তার নাজেহাল অবস্থা। ৪ টি বিদ্যালয় ৩টি মাদ্রাসার পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হবে এই সড়ক দিয়ে। তাছাড়া এ অঞ্চলের ৩টি কলেজের শিক্ষার্থীদের যাওয়া আসার রাস্তাও এটি। জুনে তাদেরও অর্ধ-বার্ষিক পরীক্ষা। দূর দূরান্ত হতে এই রাস্তা দিয়ে পরীক্ষা দিতে গিয়ে পোহাতে হবে সীমাহীন কষ্ট ও ভোগান্তি। বর্তমানে সড়কটি যানবাহন চলাচলের জন্য উপযোগী নয়। বর্তমান সরকার শিক্ষাবান্ধব ও শিক্ষার্থীদের নিয়ে ভাবে। এমতাবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় রেখে ১৯ জুনের পূর্বে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলা আবশ্যক। তাই অনতিবিলম্বে সড়কটিতে কাজের গতি আনায়ন ও যান চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য স্থানীয় সাংসদ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আশা করি উনারা যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ও জন দুর্ভোগ দূর করবেন।

মাঈন উদ্দীন রুবেল
বোয়ালখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপি সি রায় : রসায়নবিদ ও দার্শনিক
পরবর্তী নিবন্ধছোট্ট বোন আমার