বোয়ালখালীতে রান্না ঘরের চুলার আগুনে পুড়ল ৬ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী জমাদারহাট সংলগ্ন রহিমুল্লাহ সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, জনৈক আবু তাহেরের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি দল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আবু তাহের, মো. নাছের, আবু জাফর, মো. রফিক, মো. মুছা ও মো. শফি। বর্তমানে তারা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

পূর্ববর্তী নিবন্ধবাসুদির অন্য মুখ
পরবর্তী নিবন্ধসাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি