সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি

চন্দনাইশে দুইজনকে পুলিশে দিল জনতা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চন্দনাইশে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের নাম শওকত হোসেন মুন্না (২৯) ও মো. সাজ্জাদ হোসেন (২৩)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা উপজেলার বরকল এলাকায় এ ঘটনা ঘটে।
বরকল সোনালী বেকারির সত্ত্বাধিকারী আহমদ শফি জানান, গতকাল সন্ধ্যায় শওকত হোসেন মুন্না তার এক সহযোগিকে নিয়ে আমার বেকারিতে এসে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগেও সাংবাদিক পরিচয় দিয়ে সে হুমকি ধমকি দিয়ে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে গিয়েছিল। গতকাল আবারও বেকারিতে এসে আমার ছেলের কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় আমি বেকারিতে ছিলাম না। পরে বেকারিতে আসলে ১ লাখ টাকা চাঁদা দিতে বলে, অন্যথায় বেকারি বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এসময় তাদের সাথে কাটাকাটির বিষয়টি স্থানীয় লোকজন টের পায় এবং লোকজন জড়ো হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় জনতা তৎক্ষনাৎ তাদের আটক করে। তাদের কাছে আই টিভি অনলাইন ডট.কম এবং জাতীয় ক্যামেরা পারসন সোসাইটি নামে ২টি আইডি কার্ড পাওয়া যায়। ইতিমধ্যে আনোয়ারা এলাকার ঢাকা বেকারি ও সুইটস মিষ্টি কারখানার মালিকও এসে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। এর পূর্বে তারা তার কাছ থেকেও চাঁদা নিয়ে গেছে বলে জানান।
আনোয়ারার স্থানীয় সাংবাদিকের সাথে কথা বলে জানা যায়, প্রতারক শওকত হোসেন মুন্না বিগত ৩ বছর ধরে পুলিশের লোক পরিচয় দিয়ে নাম্বার বিহীন সিএনজি চালকদের কাছ থেকে চাঁদাবাজি করতো। এ বিষয়ে তার বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি চাঁদাবাজি মামলা হয়। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল কেটে বের হয়। কিন্তু গত কয়েক মাস ধরে হঠাৎ সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল। তারা আরো জানান, সে নিজেকে কখনো সাংবাদিক, কখনো পুলিশ আবার কখনো ক্রাইম পেট্রোল কর্মী হিসেবেও পরিচয় দিতো।
এ বিষয়ে চন্দনাইশ থানার এসআই মাজহারুল বলেন, আনোয়ারা উপজেলার চাতুরি এলাকার জেবল হোসেনের পুত্র শওকত হোসেন মুন্না ও তার সহযোগি একই উপজেলার বৈরাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের পুত্র মো. সাজ্জাদ হোসেন উপজেলার বরকল এলাকায় এসে একটি বেকারিতে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসি। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন সরকার জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে রান্না ঘরের চুলার আগুনে পুড়ল ৬ বসতঘর
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা