বোয়ালখালীতে ওয়ার্ড আ.লীগ নেতা কারাগারে

ডিজিটাল নিরাপত্তা আইন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় বোয়ালখালী উপজেলা ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত এক নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার নাম মো. ইলিয়াস হোসেন। তিনি মীরপাড়ার মৃত আবদুল জলিলের ছেলে। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আসামি আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করলে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. নাছের আলী ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গত ১৭ আগস্ট বোয়ালখালী থানায় ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী কে এম সাইফুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন মো. ইলিয়াস। গতকাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামি আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে দক্ষতার সমন্বয় ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধরণজিৎ রক্ষিতকে বোধনের স্মরণ