বোয়ালখালীতে একইরাতে পৃথক দুই গৃহস্থের ৪টি গরু চুরি হয়েছে। যার বাজারমূল্য ৭ লাখ টাকা বলে দাবি চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহস্থ পরিবারগুলোর। গত বৃহস্পতিবার শেষ রাতে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। গরুর মালিক মো. নাছের জানান, প্রতিদিনকার মত বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালঘরে গরুগুলো বেঁধে আমরা ঘুমাতে যাই। রাত ২টার দিকে জেগে উঠে দেখি গরুগুলো ঠিক আছে। কিন্তু সকালে গরুগুলো বের করতে গিয়ে দেখি গোয়ালঘরের তালা ভাঙা। গরুগুলোও নেই। ধারণা করছি রাত ২টা থেকে ভোররাতের মধ্যেকার কোন এক সময়ে সংঘবদ্ধ চোরের ৩টি গরুই নিয়ে যায়। পরে জানতে পারি পার্শ্ববর্তী কালু মিয়ার একটি গরু ও একই কায়দায় নিয়ে যায় চোরের দল। চুরি যাওয়া এ ৪টি গরুর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে দাবি পরিবারগুলোর। বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক মুঠোফোনে বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেন নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।