বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদের মালামাল চুরি

আজাদী অনলাইন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ৪:৩১ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টার পর এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পরিষদের সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় সচিব ও উদ্যোক্তার কক্ষ থেকে ৬০ হাজার টাকার দুটি কম্পিউটার (সিপিইউ), ১২ হাজার টাকার ১টি মনিটর, ৭০ হাজার টাকার ২টি ল্যাপটপ, ১৪ হাজার টাকার ১টি স্ক্যানার, সাড়ে তিন হাজার টাকার ১টি রাউটার ও ১টি ১ হাজার টাকা দামের সিসি ক্যামেরা নিয়ে যায় চুরের দল। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা বলে ধারণা করছেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রহমত রহমত উল্যাহ।

আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সচিবের কক্ষ ফাইল তছনছ অবস্থায় পড়ে আছে এবং পরিষদের পিছনে কিছু চাবি, ফাইল এবং কম্পিউটারের সরঞ্জামাদি পড়ে থাকতে দেখা যায়।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রহমত রহমত উল্যাহ বলেন, আমি রাত তিনটা পর্যন্ত জেগে ছিলাম। তখনও সব স্বাভাবিক ছিল। তিনটার পর আমার ঘুম আসে। সকালে উঠে দেখি চুরির ঘটনা বলে জানান রাতে পরিষদে থাকা গ্রাম পুলিশ রুবেল দে।

৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, পরিষদের দুটি কক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। আমি বোয়ালখালী থানায় সেটি অবগত করেছি এবং আমিদের সচিব লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তারা দোষীদের সনাক্ত করে ব্যবস্থা নিবে বলে আশা করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আছহাব উদ্দীন বলেন, ঘটনার প্রেক্ষিতে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাতি শাবকটি কেন ঘুরছে লোকালয়ে?
পরবর্তী নিবন্ধমেরিনড্রাইভ থেকে অজ্ঞাত ব্যক্তির ম র দে হ উদ্ধার