হাতি শাবকটি কেন ঘুরছে লোকালয়ে?

আজাদী অনলাইন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ৩:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাহাড়ি এলাকা জঙ্গল পাইরাংয়ে বন্যহাতির একটি শাবক চলে এসেছে। এটাকে ঘিরে স্থানীয় শিশুদের বেশ ভিড় দেখা যায়। শাবকটিও তাদের আশপাশে ঘোরাফেরা করছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে হাতির বাচ্চাটি পাহাড় থেকে পড়ে আহত হয়। বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা করে বনের মধ্যে ছেড়ে দেওয়া হলেও এটি বারবার লোকালয়ে চলে আসছে।

বাঁশখালী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘আমরা বন বিভাগের পক্ষ থেকে শাবকটিকে কয়েক দিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছি। বন বিভাগের তত্ত্বাবধানে প্রতিদিন ইনজেকশন ও ওষুধ খাওয়াচ্ছি। বনে ছেড়ে দিয়ে আসা হলেও শাবকটি বারবার লোকালয়ে চলে আসে। ধারণা করা হচ্ছে, বন্য শাবকটির মা কাছের পাহাড়ে না থাকায় সে বারবার লোকালয়ে চলে আসে।’

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ইউনিয়ন পরিষদের মালামাল চুরি