বোধনের জোছনায় গান-কবিতায়

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

ছাদবাগানে একান্ত বৈঠকী পরিসরে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করেছে ‘এই জোছনায় গানকবিতায় দ্বিতীয় পর্ব। শুধুমাত্র প্রতি পূর্ণিমার দিন সন্ধ্যায় এ আয়োজনে শিল্পীরা যে যার মতো তাদের মনের সৃজনশীল অভিপ্রায় কখনো গানে, কখনো কবিতা, কখনো নৃত্যে কিংবা অনন্য যে কোনো দোলায়িত ছন্দে তুলে ধরে। সম্প্রতি নগরীর জামালখান তৌফিক ম্যানশনে বোধনের মহড়া কক্ষের সম্মুখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোধনের প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পালের সঞ্চালনায় নতুন আবহের নতুনত্ব আমেজের এ আয়োজনের সূচনায় ছিল শিশুশিল্পী আনভিতা আরুশি (পূবাই)’র ছড়া ও গান। এরপর সুচিত্রা বৈদ্য, সাজ্জাদ চৌধুরীর কবিতার আবৃত্তি পরিবেশন করেন। কবিতা ও গানে মেলবন্ধন ঘটান প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল ও ঈশা দে। সঙ্গে বাগানবিলাসের ছোঁয়ায় ভালোবাসার আবেগ সঞ্চারে বাড়িয়ে তোলেন ববি বড়ুয়া ও শুভ্র বড়ুয়ার কণ্ঠে গান কবিতায়। তাতে একাত্মতায় কণ্ঠে শিল্পীমন উজাড় করেন গেয়ে শোনান শিল্পী শারদীয়া সরকার নন্দিনী। এভাবে কবিতার ভেলা ভাসান জসিম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, শুভাগত বড়ুয়া, এবিএম আলবেরুনী, কলি সরকার ও ত্রয়ী দে। বর্ণিল স্মৃতিতে দৃশ্য ধারণ করেন রিমি পাল, শ্রাবণী বণিক, হাসিবুল ইসলাম শাকিল, শ্যামলী চৌধুরী। শেষে নাগরিক জীবনের ব্যস্ততার ফাঁকে পূর্ণিমার দিনে একাকীত্ব ভরদুপুরের নির্জনতা স্বরচিত ভাবনায় তুলে ধরেন বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী। এর আগে কবিতার সৃজন পাঠশালায় জাতিস্মরকে মনে ধারণ করেন সঞ্জয় পাল ও পূর্ণা দাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মেডিসিন ব্যাংকের ২ টাকার ইফতার
পরবর্তী নিবন্ধঅপুষ্টি ও রক্তশূন্যতার ব্যাপারে শিশু কিশোরদের সচেতন করতে হবে