বৈশাখ আমার আনন্দ জোয়ার, বৈশাখ আমার প্রেরণা
বৈশাখ মানে তারুণ্যের উদ্দামতা, নতুন দিনের সূচনা
এই দিনেতে জীর্ণ পুরাতনের বিদায়ে প্রাণে জাগে উচ্ছ্বাস
উৎসবের সাথে মিলে মিশে আছে ভালোবাসার বিশ্বাস।
বৈশাখে নতুন করে জেগে ওঠে সবাই সকল গ্ল্লানিকে ভুলে
নব আনন্দে উল্ল্লাসে মাতে অশুভ শক্তিকে পিছনে ফেলে
চিরায়ত বাঙালিত্বের অহংকার আর সংস্কৃতির উদারতায়
নতুন বছরকে বরণ করে নেয় নাচে–গানে,
গল্পে–আড্ডায়।
নববর্ষের উদার আলোয় দূরীভূত হয় সব অন্ধকার
সেই মুখরতায় জীবনে আসে দিন বদলের অঙ্গীকার
কখনো রোদ্দুরের কোমলতায় বৈশাখ হয় মঙ্গলময়
বৈশাখী আনন্দে মনের কালো মেঘ নিমেষেই উধাও হয়।
নববর্ষের সূচনাতে সর্বত্রই প্রবাহিত হয় আনন্দের ফল্গুধারা
প্রাণের মেলায় ঢাক–ঢোলের বাজনায় সবাই আত্মহারা
বৈশাখের পূর্ণতা পায় সরল মনের চোর
কুঠরিতে প্রভাতে
আবির ছড়ানো দিনের প্রথম সূর্যরশ্মি ছুঁয়ে যায়
পুণ্য আলোতে।