বৈদেশিক ঋণ : সতর্ক থাকতে হবে

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কা উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ বড় বড় মেগা প্রকল্প করে আজ ঋণ শোধ করতে পারছে না। ঋণের কারণে রিজার্ভ শূন্য হয়ে যাওয়ায় বিদেশ থেকে প্রয়োজনীয় দ্রব্য আমদানী করতে না পারায় দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, শুরু হয়েছে জন ভোগান্তি। ঋণ করে এসি লাগানোর চেয়ে নিজের টাকায় ফ্যানের বাতাস অনেক ভালো।
পত্র-পত্রিকায় তথ্য অনুযায়ী ২০০৮ সনে বাংলাদেশে মাথাপিছু বৈদেশিক ঋণ ছিল মাত্র ছয় হাজার টাকা, ঋণ যতগুণ বেড়েছে উন্নয়ন কি ততগুণ হয়েছে? উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিষয়ে সজাগ থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, খাদ্য, জ্বালানি ও জাতীয় আবশ্যকীয় খাত ছাড়া অন্য বিলাসি খাতে ঋণ করার ক্ষেত্রে এখনই সাবধান হতে হবে।

এম.এ. গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক পরিবার দিবস
পরবর্তী নিবন্ধরাস্তা খোঁড়াখুঁড়ি : সমন্বয়হীনতা দূর হোক, রেহাই চাই ভোগান্তি থেকে