বেড়েছে ডিম ও মুরগির দাম

সবজি স্থিতিশীল

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

নগরীর কাঁচা বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিম ও মুরগির বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিম ৫ টাকা এবং মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। সবজি ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ার কারণে সবজির দাম স্থিতিশীল রয়েছে।
নগরীর কাজীর দেউড়ি ও বেটারি গলি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এছাড়া ফুলকপি ১২০ টাকা এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গ্রীষ্মকালীন সবজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা, তিতা করলা ৬০ টাকা, কাকরল ৫০ টাকা, শসা ৫০ টাকা, পেপে ৪০ টাকা, লাউ ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, আলু ৩০ টাকা এবং টমেটো ১২০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। নগরীর কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে সরবরাহ বাড়ার কারণে গ্রীস্মকালীন এবং শীতকালীন সবজির দাম স্থিতিশীল রয়েছে। সবজির দাম স্থিতিশীল থাকলেও বাড়ছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। বর্তমানে ডিম বিক্রি হচ্ছে ডজন ১৪০ টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৮০ টাকায়।
সগীর আহমেদ নামের একজন ভোক্তা জানান, বাজারে দীর্ঘদিন ধরে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। এটা এখন ভোক্তদের সয়ে গেছে। এছাড়া মুরগির দামও উঠানামা করছে। ডিমের দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। কাঁচা বাজারে প্রশাসনের কোনো ধরণের নজরদারি না থাকার কারণে আসলে এ অবস্থা বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধ১ অক্টোবর হলো না সম্মেলন
পরবর্তী নিবন্ধ৭০ প্রার্থীর কারোরই ভোটাধিকার নেই